এ মর্ত্যলোকে মানুষ গড়েছে আবাস,
গড়েছে সমাজ আর জাতি ভেদাভেদ ;
কেউ করে শ্রেষ্ঠত্বের দৃপ্ত অভিলাষ,
কেউ আবার খুঁজিছে অনন্ত অভেদ।
কেউ হেথা রাজা হয় কেউ হয় প্রজা,
শক্তি সামর্থ্যের গুনে কেউ হয় প্রভু ;
কারো প্রাণ দুঃখে ভরা কেউ লোটে মজা,
ব্যথা নিয়ে অনেকেই বেঁচে রয় তবু।
প্রেমের বাঁধনে কেউ বাঁধে সকলেরে,
আশা লয়ে বাঁধে নীড় ধরনীর বুকে ;
অনেকেই সুখী হয় বেঁধে আবেগেরে
ছলনায় ব্যথা পেয়ে কেউ কাঁদে দুঃখে।
সভ্যতা গড়ে মানুষ প্রজন্মের তরে,
টিকে থাকে অবনীতে যুগ যুগ ধরে।