অন্ধবিশ্বাস, অন্ধভক্তি মানুষকে
বিবেকহীন করে দেয়,
মানুষের মনুষত্ব কেড়ে নেয়।
শিক্ষা দেয় জ্ঞানের আলো
কুসংস্কার বিদায় নেয়
সভ‍্যতার দ্বার খুলে দেয়।