মানবতা বোধ শুধু মুখে মুখে শুনি,
বাস্তবে দেখি না তার কোন কাজ কর্ম,
অনেকে বুঝেনা তার যথাযথ মর্ম!
চারিদিকে শুনি তারে লঙ্ঘনের ধ্বনি।
বৈষম্যের বীজ বোনা মানব সমাজে,
ধনী গরীবের মাঝে বড় ব্যবধান,
স্বার্থ না থাকিলে কেউ করে না যে দান ;
সহমর্মিতার ছোয়া নেই কোন কাজে।
আবেগের তাড়নায় ভালবাসা দেয়,
বিনিময়ে সব খুশী কেড়ে তারা নেয়।
সুখ দুঃখ হাসি কান্না জীবনের অংশ,
তার মাঝে জীবনের কথা জানা যায়,
প্রেম বীনা মানবতা পথ নাহি পায় ;
ভালবাসা করে দেয় ভেদাভেদ ধ্বংস।