মনটা আমার চাইছে যেতে
এমন দেশে ভাই,
যেথায় গেলে ভালোবাসার
আশিষ খুঁজে পাই।
দুঃখ জ্বালা কষ্ট ভুলে
চলো সেথায় যাই,
উচ্চ নীচ আর জাত পাতের
বিভেদ যেথায় নাই।
থাকবো সবাই মিলেমিশে
হিংসা করবো না,
গরীব দূঃখী ভেবে কাউকে
দূরে ঠেলবো না।
অবিশ্বাসের কালো ছায়া
পড়লে কারও মনে,
গভীর প্রেমে বাঁধবো তারে
রাখবো হৃদয় কোণে।
দুর্নীতিকে বিদায় করে
ন্যায়ের পথে চলবো,
সাম্য মৈত্রী গড়ে আমরা
ঐক্য ধরে রাখবো।
মিথ্যা হবে পরাভূত
সত্য জাগরণে,
অহংকারীর পতন হবে
জাগবে মায়া প্রাণে।
এই ছড়া কবিতার দু’টি স্তবক প্রিয় কবি রীনা বিশ্বাস হাসি এর কবিতায় মন্তব্য করতে যেয়ে রচনা করেছিলাম তাই কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম।