বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানব সন্তান ,
বিচিত্র অঙ্গ তার পেলব কোমল ,
রঙ তার কালো আর অমল ধবল ;
মেধা আছে দীপ্ত বুদ্ধি প্রকৃতির দান ।
চিন্তার আধার মন করে নানা কর্ম ,
সভ্যতার আলো জ্বেলে ভরায় ভুবন ,
জৈবিক ক্ষুধায় করে জীবন যাপন ;
স্নেহ প্রেম দিয়ে গড়ে সামাজিক বর্ম ।

জানিনা কিসের ছলে কি যাদু মন্তরে ,
ব্যক্তি স্বার্থ জেগে ওঠে মানব অন্তরে ।
  
প্রতিহিংসার আগুনে জ্বলছে মানুষ ,
নিজেরা ই নিজেদের কবর খুঁড়ছে ,
দেশে বিদেশে সর্বত্র সংঘাত বাড়ছে ;
কত প্রাণ যায় তবু ফিরছে না হুশ ।