হৃদ সাগরে উথাল পাতাল উর্মিমালার ঢেউ,
উঁকি ঝুঁকি মারছে সেথা ভালবাসার কেউ ;
রূপ দেখে তার মনটা আমার হচ্ছে এলোমেলো,
তার ছোঁয়াতে হৃদয় প্রেমের পরশ খুঁজে পেলো।
রঙ লাগানো মন ভুলানো সে এক মায়াবতী,
দু চোখে তার স্বপ্নে ভরা প্রেম ভাবনা অতি ;
তারে ছাড়া জীবন আমার শুষ্ক মরুদ্যান,
সে যে আমার মনের মিতা ভালবাসার টান।