রাজ্য জুড়ে রাজার চেয়ে
কে আছে আর বড়,
তবু রাজার মন ভরে না
চায় যে পেতে আরও!
পাহাড় সমান ধন পেয়েও
মন ভরে না তার,
দেবে হানা তার ঘরেতে
সুন্দরী বউ যার!
ছলে বলে কৌশলে সে
আনবে তারে ঘরে,
যে রমণী একবার তার ঐ
কু নজরে পড়ে!
রাজা খুবই বদমেজাজি
দেখায় অহঙ্কার,
প্রজার উপর যখন তখন
চালায় অত্যাচার।
এমন রাজার পতন চেয়ে
চললে আন্দোলন,’
ভয়ে রাজা গদি ছেড়ে
খোঁজে বৃন্দাবন!