আমার বুকের পরে মাথা রাখো তুমি,
এমন প্রত্যাশা করে করেছি কি ভুল?
হৃদয়ে কতটা ব্যথা বুঝিনি তা আমি,
নীল জোছনায় প্রেম ছিল অপ্রতুল।
জীবনের স্বাদ নিতে তবু জেগে আছি
পৃথিবী যেমন জাগে মানব সায়রে,
অনেক বেদনা মনে তবু ভালবাসি
অলি করে গুন গুন ফুলকলি তরে।
আমি চলে যাব তবু স্মৃতি রয়ে যাবে,
তোমার আকাশে রবো নিয়ে মোহমায়া ;
যত তুমি ব্যথা দেও বিরহের তাপে,
অনেক চাওয়া থেকে হতাশার ছায়া!
তোমার আকাশে আমি মেলে দেই ডানা,
ভালবাসা চাই আজ মানবো না মানা।