সে দিন রাতে হঠাৎ করে
উঠলো জেগে সকলে,
কেদার মামা দিচ্ছে হামা
লোটা কম্বল বগলে!

সেটা দেখে ভাবছে সবাই
বাঁধলো এ কোন ল‍্যাঠা রে,
মামার তো নাই ঘরসংসার
কপালটা তার ফাটা রে!

মামা যাবে দেশ ভ্রমণে
নিয়ে কাথা কম্বল,
বন্দী জীবন চায়নাতো সে
পরের ধনই সম্বল!

মামার সাথী খাতা কলম
লিখবে দেশের ইতিহাস!
খবর শুনে পালিয়ে যায়
বিলের যত পাতিহাস।