নিজের জীবন নিজেই গড়ে সে এক মহারাজ,
উদার মনে করে যায় সে ছোট বড় কাজ ;
আপন মনে বিলা বে প্রেম নেই তো কোন লাজ!

ভালবেসে টানবে কাছে ভুলে সকল লাজ,
যতই নিজে ভাবুক তারে প্রেমিক মহারাজ!
বাস্তবে তা হয়না সহজ ভীষণ কঠিন কাজ।

ভালবাসায় মিললে সাড়া হবে কাজের কাজ,
প্রিয়ার সনে আলিঙ্গনে করো না আর লাজ ;
বরণ মালা পাবে তখন তুমিই মহারাজ।
যে মহারাজ সে করে কাজ ভুলে দ্বিধা লাজ!