ওহে জ্ঞানবান তুমি মহা গুণিজন,
শিক্ষাগুরু তুমি মোর ঊষার লগন ;
তোমারে স্মরণ করি ওগো গুরুজন,
সায়াহ্নে আসিয়া হেরি তার আলোড়ন।
শিক্ষা অভিজ্ঞতা লয়ে জানি তুমি জ্ঞানী,
দিয়েছিলে মোরে তুমি জ্ঞানের জীবন ;
সেই জ্ঞানে উদ্ভাসিত আপন ভুবন ,
নিজ হাতে আলো জ্বেলে করিয়াছো ঋনি।
পথের কাণ্ডারী তুমি আলোক বর্তিকা
উদভ্রান্ত পথিকেরে পথ দেখিয়েছো,
অন্ধকার দূর করে আলো জ্বালিয়েছো ;
উচ্চাসনে বসে অছো নেই অহমিকা।
তোমার শেখানো কথা স্মরণে রেখেছি,
জীবনে চলার পথে জিততে শিখেছি।
জীবন চলার পথে সকল শিক্ষাগুরু যারা সত্য ন্যায়ের পথ দেখিয়েছেন তাদেরকে আজকের এই কবিতাটি উৎসর্গ করিলাম।