আশেপাশে চেয়ে দেখি
কিশোরদের জটলা,
মাদক কিনছে তাইতো ওদের
হাতে ধরা পোটলা!
মাদকসেবী কিশোর যুবক
ভাবে না এর ফল,
ঘুম আসেনা রাত্রি জেগে
হারায় শক্তি বল!
বাবার পকেট ফাঁকা করে
মায়ের আঁচল ধরে,
শাসন করতে চাইলে তারে
পাগলামী সে করে।
মাদকসেবায় পকেট ভারী
পুলিশ নেতা এমপির,
শেয়াল কুকুর বন্ধু হলো
প্রাণটা গেল মুরগির।
এই ছড়া কবিতাটির শেষ চারটি চরণ আসরের অন্যতম শ্রেষ্ঠ ছড়াকার শ ম শহীদ এর পুরানখেলা ছড়ায় মন্তব্য করতে যেয়ে রচনা করেছিলাম তাই এই ছড়া কবিতাটি প্রিয় কবি
শ ম শহীদ কে উৎসর্গ করলাম।