আমলা পুলিশ নেতা কর্মী
সবাই লুটছে দেশ,
ব্যবসায়ীরা সিণ্ডিকেটে
কামায় তারা বেশ।
এরাই এখন এ দেশটারে
খুবলে খাচ্ছে ভাই,
আমজনতার এ ব্যপারে
করার কিছু নাই!
এরা আবার গড ফাদারের
কাছের মানুষ তাই,
ফাদার চামচার গন্ডগোলে
এদের দেখা পাই!
লুটে পুটে খেয়ে সবাই
দিচ্ছে পারি বিদেশ,
হাজার কোটি পাচার করে
আছে তারা বেশ!
উন্নয়নের জোয়ার বইছে
ঋণের বোঝা বাড়ছে,
বললে কথা এসব নিয়ে
মামলা ঠোকা হচ্ছে।