একটু শোনেন
কত কথা বলছি দাদা একটু না হয় শোনেন,
পাগল ছাগল না ভেবে আজ মানুষ বলে গোনেন ;
পরের জমিন দখল করে,
প্রসাদ সম বাড়ি গড়ে
কাটা ঘায়ে নুনের ছিটায় প্রাণে কেন মারেন!
কে আছে?
নিজের ক্ষতি সয় না কারও পরেরটা তে সুখ্,
বিপদ দেখলে বন্ধু পালায় দেয় না পেতে বুক্ ;
স্বার্থ ছাড়া কেউ থাকেনা কাছে,
স্বার্থহীন আজ জগতে কে আছে?
বিপদে যে পাশে থেকে ভুলিয়ে দেবে দুখ্।