কায়দা কানুন

জীবন গড়তে কায়দা কানুন আছে কি তোর জানা?
দুর্নীতি তোর করতে হবে সত‍্য বলতে মানা!
দিতে হবে মিথ‍্যে আশা,
ভাঙ্গতে হবে সব ভরসা ;
লোভ লালসা পাপ ভাবনা বাঁধবে বুকে দানা।

যৌবন

যৌবন এখন কয় না কথা বাড়ায় শুধু ভাবনা,
নেশার ঘোরে কাটছে সময় সঠিক দিশা পায় না ;
প্রেমের ফানুস উড়ছে মনে,
বিরহ ব‍্যথা জাগছে প্রাণে ;
অবক্ষয়ে হারায় যা তা ফিরে পাওয়া যায় না।