হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন সে রজনী,
রমজানের শেষ দশ দিনে তা খুঁজে কি দেখনি?
লাইলাতুল কদর বলে তারে করি যে সম্মান,
আল কোরআনের বাণী লয়ে সে যে মহীয়ান।
এই সে রাতে প্রথম ধরায় এলো আল কোরআন,
সত্য সরল পথের দিশা পেল মুসলমান ;
এ রাতে তাই ইবাদতে করি আল্লার মন জয়,
জেগে ওঠে মনে বারবার আখেরাতের ভয়।
ক্ষমা চাইছি প্রভুর কাছে পূণ্যময় এই রাতে,
দয়া করে ঠাঁই দাও আল্লা তোমারই ছায়াতে ;
নামাজ পড়ি জিকির করি নাজাতের পথ খুঁজি
যাকাত দিয়ে বিশুদ্ধ করি তোমার দেয়া রুজি।
কদরের এই রাতে করি কিছু পূণ্য জমা,
হে দয়াময় আল্লাহ্ তুমি করো মোদের ক্ষমা।