মুসলমানের জাতির পিতা নবী ইব্রাহীম,
পেলেন এক স্বপ্নাদেশ আল্লাহর কাছ থেকে ;
আদেশ পেয়ে পুত্র ইসমাইলকে বলেন,
শোনো পুত্র চলো মরুধ‍্যানে কাজকর্ম রেখে।
স্বপ্নে দেখেছি তোমায় আমি করছি জবাই,
আল্লাহর আদেশ মানতে হবে তাই।
পুত্র বলে আল্লাহর আদেশ আপনি পালন করুন,
আল্লাহর ইচ্ছা হলে আমি ধৈর্য ধারণ করবো ;
যত কষ্ট হোক আমাদের আল্লাহর আদেশ
আমরা মেনে চলবো।
ইব্রাহিম পুত্রকে কাত করে শুইয়ে দিলেন,
'আল্লাহু আকবার' বলে জবাই করতে গেলেন ;
পিতা পুত্রের আনুগত্য দেখে রহমান নাম যার,
সেই আল্লাহ খুশী হয়ে দিলেন পুরুষ্কার।
ইসমাইল নয় এক জান্নাতি পশু কোরবানি হলো,
আল্লার ইচ্ছায় ইসমাইল বেঁচে গেলো।
ইসমাইল হলেন শেষ নবীর পূর্ব সুরী,
ইসলামের এক মহান নবী, ধর্ম কর্মে ছিলনা যার জুড়ি।
জিলহজ্জ্ব মাসের দশ তারিখ নির্ধারিত দিন
চোখে ভাসে কোরবানির সে দৃশ‍্য অমলিন।
আল্লাহর দেয়া সেই পুরুষ্কার পাওয়ার দিন
ঈদ উল আযহায় ত‍্যাগ ও খুশীর আমেজ নিন।
কোরবানির এই উৎসবে
স্মরণ রেখো গরীব দুঃখীর কথা,
গোশতের ভাগ বুঝিয়ে দাও
কোনভাবেই দিও না তাদের ব‍্যথা।