অর্থ খ্যাতি নাম যশ কিছুই চাই না,
অবহেলা অপমান প্রাণেতে সয় না ;
চহিবার আছে প্রেম তাও যে পাই না,
কাছের মানুষ কাছে কেন যে রয়না?
আকাশ কুসুম কত ভাবনা জাগিছে,
হয়তো কেউ আসবে জীবন রাঙাতে;
তার পথ চেয়ে চেয়ে বিবশ লাগিছে,
কেন সে আসেনা কাছে আবেগ জাগাতে!
সরল পথে চলিতে চাই সারাক্ষণ,
সে পথে এত কন্টক বুঝিতে পারিনি ;
তাই বুঝি বেদনায় কাঁদে এই মন,
বিরহে জ্বলেছি তবু সে পথ ছাড়িনি।
না পাওয়ার বেদনাতে ভেঙ্গেছে হৃদয়,
ছলনায় কূল হারা প্রাণে জাগে ভয়।