কবিতা যে মনের কথা কয়
বিপদে দেয় সান্ত্বনা,
কবিতা তো কথার কথা নয়
ঘুচায় মনের যন্ত্রণা।
তারে কেমন করে দেব ছাড়ি,
তারে নিয়ে যুদ্ধে যেতে পারি!
কবিতা যে পাহাড় কন্যা ঝর্ণা
রূপ লাবন্যে সুবর্ণা,
উদ্দামতায় জাগায় প্রাণে বন্যা
শান্তিধারায় অনন্যা!
কবিতা যে প্রেমের কথা কয়,
ভালোবেসে আপন হয়ে রয়!
কল্পলোকের অল্প ছোঁয়া পায়
ছন্দ কথার সুরে,
চাইলে কি আর তারে ভুলা যায়
থাকে হৃদয় জুড়ে।