ন‍্যায়ের পক্ষে কথা বলার মানুষ কোথায় আজ?
মুখের কথা মনের কথা হয় না কেন এক !
অসৎ পথে চলে যারা তারাই করে রাজ,
ন‍্যায়ের পক্ষে কথা বলার মানুষ কোথায় আজ?
দুর্নীতিকে আকড়ে ধরে করছে সবাই কাজ,
মন্দ কাজকে বন্ধ করতে কে দেবে আজ ঠেক?
ন‍্যায়ের পক্ষে কথা বলার মানুষ কোথায় আজ?
মুখের কথা মনের কথা হয় না কেন এক !