ঘুম পারানি পরীরা আয়,
খুকুর চোখে ঘুম নিয়ে আয় ;
বাগানে আজ ফুলের মেলা,
খেলা খেলায় কাটলো বেলা।
প্রজাপতি উড়ে বেড়ায়,
খুকুর চোখে ঘুম দিয়ে যায় ;
রাত এসেছে চাঁদ উঠেছে,
খুকুর চোখে ঘুম লেগেছে।
খুকু ঘুমায় শান্ত হয়ে,
মায়ের হাতের পরশ পেয়ে;
ঘুমিয়ে সে স্বপ্ন দেখে,
মায়ের কোলে মাথা রেখে।