চাইনা এমন প্রেমহীন বেঁচে থাকা
অন্তহীন এক ব্যথা নিয়ে বাঁচতে,
তুমি তো সব জানতে আমার চাওয়া
কাছে কেন তাও পারলে না আসতে?
তুমি জানতে কি প্রত্যাশা ছিল
কেন তবে চলে গেলে নিরবে?
স্বপ্ন যদি দেখালে কাছে থাকার
ছলনায় মন কেন পোড়ালে তবে?
খুব তো বেশী কিছু ছিল না চাওয়ার,
আশা ছিল মনে শুধু কাছে পাওয়ার।