পূব আকাশে সূর্য হাসে
ভোরের আলো ফুটেছে,
ছোট্ট পাখির কলতানে
খোকা জেগে উঠেছে।
ভোরের হাওয়ায় মন ভরে যায়
ফুল কলিরা হাসে,
রঙিন পাখা মেলে দিয়ে
প্রজাপতি আসে।
ঘাসের আগায় শিশির কণা
মুক্ত দানার মত,
গাছের তলায় ঝরে পড়ে
শিউলি ফুল কত।
ফুল কুড়িয়ে মালা গেঁথে
দিদি কাছে আসে,
পড়িয়ে মালা খোকার গলায়
কতো ভালোবাসে।
মা ডেকে কয় আয়রে খোকা
নাস্তা খাবি আয়,
মায়ের কোলে ঝাঁপিয়ে পরে
প্রাণ জুড়িয়ে যায়।
*****
আজ সকালে আসরের প্রিয় কবি মোহাম্মদ সাঈদ হোসেন এর ‘খোকার সকাল ‘ ছড়া কবিতা পাঠ করে আবেগতাড়িত হয়ে এই ছড়াটি লিখেছি তাই ছড়াটি মোহাম্মদ সাঈদ হোসেন কে উৎসর্গ করলাম।