নিঝুম রাতে জোছনা আলোয়
খেয়ালী আমার মন,
তারার মেলায় খুঁজে বেড়ায়
তাহার আপনজন!
খুঁজিছে প্রেম সুগন্ধিময়
স্বর্ণ চাপার বনে,
যেখানে প্রেম লুকিয়ে রয়
অলি র গুঞ্জরণে!
ছোট্ট পাখি বুলবুলিটা
ভয়ে জড়োসরো,
রঙিন ডানার বন ময়ূরী
কাঁপে থরো থরো।
হুতুম পেঁচা চোখ মেলে চায়
ভয়ে দিশেহারা,
চাঁদ লুকালো মেঘের আড়ে
হলাম পথ হারা!
প্রেম দিয়ে কেউ দেয়না ধরা
দেখায় ছলাকলা,
তাই বুঝি আজ নির্জনতায়
মনের কথা বলা!
অপেক্ষাতে কাটাই প্রহর
নতুন দিনের আশায়,
প্রেমের ছোঁয়ায় উঠবো জেগে
ভোরের স্নিগ্ধ আভায়!