বর্তমান কয় অতীতেরে
কেমন আছো ভাই?
অতীত কয় চোখের জলে
মোটেই ভাল নাই।

বর্তমান কয় কেন রে ভাই
ভাল ই তো কামাইছিলা!
অতীত কয় সবটা ই তো
মামলা দিয়া কাইরা নিলা।

বর্তমান কয় হবে ই তো
একলা যে পেট ভরছো!
আমরা খাই সবাই মিলে
ধরতে কি তা পারছো?




এই ছড়াটি শ্রদ্ধেয় কবি শ ম শহীদ এর টেইট ব‍্যাক বাংলাদেশ কবিতায় মন্তব‍্য করার সময় রচিত তাই ছড়াটি প্রিয় কবি শ ম শহীদ কে উৎসর্গ করিলাম।