দেশ জুড়ে আজ বিশৃঙ্খলা
কেউ কাউকে মানছে না,
সবাই ব্যস্ত লুটতরাজে
দেশের কথা ভাবছে না।
ক্ষমতার স্বাদ একবার যে পায়
হারাতে তা আর চায় না,
উন্নয়নের সুফল যে তাই
আমজনতা পায় না।
দেশ ও জাতির উন্নয়নে
এক হয়ে কাজ করছে না,
দুর্নীতি আর দুঃশাসনে
মানবতা থাকছে না।
এই কথাটি মানলে পরে
থাকে না তো দ্বন্দ্ব,
মানে না কেউ ও সব কথা
ক্ষমতা লোভে অন্ধ!