বাংলাদেশের ক্ষমতাতে
আছে কত মধু,
তারে সবাই পেতে চায়
হোক না গৃহবধু!
যদু মধু হিরু আলম
সবাই মিলায় হাত,
টাকা লুটতে ভাগ বসাবে
পাতছে তারই ফাঁদ!
উন্নয়নের চাকা ঘুরায়
ঋণের বোঝা বাড়িয়ে,
হাজার কোটি লোপাট করে
বিদেশ গেল পালিয়ে!
চারিদিকে হাহাকার আজ
অর্থনীতি ভাল নেই,
দেশের মানুষ কষ্টে আছে
এ কথাটা ভুলতে চাই।