হায়রে পাতকী ক্ষমতা,
তোর লাগি আজ কত প্রাণ যায় ;
কত মায়ের বুক খালি হলো,
স্বজন হারিয়ে কত স্বপ্ন ভেঙ্গে যায়!
তোকে পেয়ে কেউ দম্ভে ছাড়ে হুংকার,
কেউ করে সংগ্রাম ফিরে পেতে অধিকার।
সংঘাতে আজ ক্ষতবিক্ষত জনপদ,
রক্তাক্ত রাজপথ!
এমন স্বদেশ কে দেখতে চায়?
মানবতার হলো পরাজয়!