খাঁচায় বন্দী পাখি
ছল ছল আঁখি,
আকাশ পানে চায় সে
দুঃখ মনে পায় সে।

অনেক যে তার আশা
মনে বাঁধছে বাসা ;
মেলবে দুটি ডানা
উড়তে যে তার মানা!

বন্দী জীবন চায় না
মুক্তি তবু পায় না,
দয়ার জীবন আর না
মুক্ত জীবন ভাবনা।

ভাঙ্গতে হবে খাঁচা
স্বাধীন হয়ে বাঁচা,
এইটুকু তার আশা,
চায় যে ভালোবাসা।