খাঁচার পাখি
রঙ লেগেছে মনে আমার রঙ লেগেছে মনে,
ভাব হয়েছে ভালবাসার বন্দী পাখির সনে ;
একটুখানি মুদলে আঁখি,
শিকল ছিঁড়ে পালায় পাখি;
খাঁচার পাখি হারিয়ে আজ ঘুরি বনে বনে!
ভয়
স্বপ্ন দেখা বাস্তবতা সত্যি জানি এক কথা নয়,
স্বার্থ ছাড়া এই জগতে বলো দেখি আপন কে হয়?
অর্থ কড়ি আছে যার,
সকলে নেয় পিছু তার ;
গরীব দিলে মাথা চাড়া সব হারাবার থাকে ভয়।