আমি ঠিক কতটা তোমায় ভালবাসি,
তুমি জানতে চেয়েছো,
উত্তর দেই নি, তুমি নিজের মত করে
জবাব খুঁজে নিয়েছো!
ভাবলে, ‘আমি ভালবাসি না তোমায়’
কি করে বুঝাই বলো সে কথা সত্যি নয়!
মনগড়া ভাবনাতে অভিমানী হয়ে আমায় বুঝেছো ভুল,
কাঁটা আছে ভেবে নিলেনা আমার দেয়া ফুল।
ছলনার আশ্রয়ে আমায় পড়ালে মালা,
যার ছোঁয়াতে হৃদয়ে আমার বাড়ছে বিরহ জ্বালা।
আমার এককিত্ব সে তো তোমারই উপহার,
গলায় পড়েছি তোমার দেয়া কণ্টক হার!
যদি ভালোবাসতে, কাছে আসতে
ছলনায় না পুড়িয়ে হাতে হাত রাখতে।
মৌনতা সম্মতি কেন বুঝলে না?
সাদা মনে কেন ভালবাসলে না!
মনে কেন এত প্রশ্ন তোমার, কেন এত ভয়
ভালোবাসো যদি নিঃশঙ্ক চিত্তে কেন নয়!