স্বাধীনতার পঞ্চাশ বছর পার হয়েছে ,
রাজাকারের ভুতে আজও তাড়া করে !
মুক্তিযোদ্ধার মনে ছিল কি প্রত্যাশা ,
হয়নি পূরণ তা হিংসায় জ্বলে পুড়ে।
কখনও ছিল গণ বাহিনী রক্ষী বাহিনী
কখনও বা রাজাকার আলবদরের চেলা,
কখনও ওরা ধর্ষক খুনী মাদক ব্যবসায়ী
আজ র্যাব পুলিশের চলে কত খেলা।
পেশী শক্তির আস্ফালন কত আর চলবে ?
স্বজন হারা মানুষের কান্না কখন থামবে ?
সবাই তো বাংলাদেশী দেশকে ভালবাসি ,
তবে কেন এত হিংসা এত বিদ্বেষ অবিনাশী !