আমি মুক্তিযুদ্ধ দেখেছি,
১৯৭১ সালের ২৫শে মার্চের কালো রাত্রি দেখেছি,
দেখেছি লাশের স্তুপ!
রিকশা ঠেলাগাড়ি ফুটপাতে লাশ,
বুড়িগঙ্গায় লাশের পরে লাশ ভেসে যেতে দেখছি,
দেখেছি স্বজনহারা মানুষের আর্তনাদ!
আর ধিক্কার জানিয়েছি পাক হানাদারদের ;
তারপর যুদ্ধ করেছি, ছিনিয়ে এনেছি আমাদের স্বাধীনতা।
আজ আবার ২০২৪ সালে এসে দেখলাম সেই লাশের স্তুপ,
রাজপথে ফুটপাতে ভ‍্যানগাড়িতে,
লাশ আর লাশ, কার লাশ?
আমার সন্তানের লাশ, কে হত‍্যা করেছে?
আমারই কোন ভাই, স্বৈরশাসকের আজ্ঞাবহ
পুলিশ বিজিবি সঙ্গে দলীয় ক‍্যাডার,
দেখলাম ক্ষমতালোভী এক প্রতিহিংসা পরায়ণ
নরঘাতক হায়নাদের,
দেখলাম এক নারী স্বৈর শাসকের দম্ভ!
অবশেষে ছাত্র জনতার আন্দোলনে পতন হলো তার!
অবশ‍্য ততক্ষণে রক্তে রাঙা রাজপথ, রক্তাক্ত বাংলাদেশ!
শত শত তরুণ তাজা প্রাণ কেড়ে নিল ক্ষমতার মোহ তার।
ধিক্কার জানাই তারে যার বুকে শুধু প্রতিহিংসার আগুন,
শুধু ক্ষমতায় টিকে থাকার নগ্ন প্রয়াস।
ধিক্কার জানাই তারে যে মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে
আমার সন্তানকে রাজাকার বলেছে, নির্বিচারে গুলি চালিয়ে
পৈশাচিক উল্লাসে মেতেছে।

১৯৭১ থেকে ২০২৪ তিপ্পান্ন বছর,
কি পেয়ছি আমরা, একটা স্বাধীন দেশ!
লাল সবুজের একটা পতাকা ; বাঁকী সব শুভঙ্করের  ফাঁকি!
সত্তুরের দশকে বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখিয়েছেন
আজও তা স্বপ্নই রয়ে গেল,
আশির দশকে জিয়াউর রহমান যে
ঐক‍্যবদ্ধ সম্বৃদ্ধ বাংলাদেশ গড়তে চেয়েছেন,
আজও তা শুধু প্রস্তাবনাই রয়ে গেল।

বাস্তবে কি পেলাম?
দুর্নীতি দুঃশাসন,
গুম খুন নারী ধর্ষণ,
মাদকে ছয়লাব সারাদেশ!
চোরাকারবারী মজুতদারী,
ভুমিদস‍্যু লুটেরা পাচারকারী ;
উন্নয়নের জোয়ার এসেছে, লেগেছে ডিজিটালের হাওয়া,
সাথে পেলাম নীতি নৈতিকতার অবক্ষয়,
আমরা ধ্বংস হতে দেখলাম বিচারব‍্যবস্থা সহ
রাষ্ট্র যন্ত্রের সকল প্রতিষ্ঠান।
দলবাজী আর ব‍্যক্তি স্বার্থে নষ্ট হতে দেখলাম
ছাত্র শিক্ষক বিচারক আমলা সাংবাদিক পুলিশ সহ
ক্ষমতার অংশীদার সকল জনগোষ্ঠীকে।
সাধারণ মানুষ হয়েছে নিপীড়িত নির্যাতিত,
হয়েছে গুম খুন আর চাঁদাবাজির শিকার,
হারিয়েছে অধিকার কথা বলার।
সামান‍‍্য একটা দাবী চাকুরীতে কোটা সংস্কার,
স্বৈর শাসকের তাও সহ‍্য হলো না
ছাত্রদের বুকে চালালো গুলি!
তার থেকে জন রোষ গণ অভ‍্যুত্থান,
স্বৈরাচারের হলো পতন!
একাত্তরের রক্ত যেমন বৃথা যায় নি
পেয়েছি স্বাধীনতা,
দুই হাজার চব্বিশের রক্ত ও বৃথা যায় নি
পেয়েছি মুক্তি, কথা বলার অধিকার।