কেন দিলে হৃদয়ে ঠাঁই দূরেই যদি থাকো!
ভালোবেসে মুখটি কেন আড়াল করে রাখো?

বিরহে তাই দিনগুলি মোর কাটে পথে পথে,
ছেড়ে যেতে পারতে বলো যদি আপন হতে ;
জানিনা আজ হৃদয় মাঝে কার ছবিটি আঁকো,
আড়াল থেকে দেখছি শুধু কারে কাছে ডাকো!

কেন দিলে হৃদয়ে ঠাঁই দূরেই যদি থাকো!
ভালোবেসে মুখটি কেন আড়াল করে রাখো?

ভুল গুলো মোর শুধরে দিয়ে কেন কাছে থাকলে না,
ছলনা ভুলে ললনা হয়ে কেন ভালোবাসলে না!
এত কাছে এসে  কেন যে আঁচলে মুখ ঢাকো!
আমার স্মৃতি কেন তবে হৃদয়ে ধরে রাখো?

কেন দিলে হৃদয়ে ঠাঁই দূরেই যদি থাকো!
ভালোবেসে মুখটি কেন আড়াল করে রাখো?