লড়াই করো ছাত্র সমাজ
লড়াই করো জনতা,
ষড়যন্ত্রীর হাত ভেঙ্গে দাও
গড়ে তুলে একতা।
ষড়যন্ত্রের জাল বিছানো
চলার প্রতি পদে,
দুর্নীতিবাজ লুটেরা দল
ফেলতে পারে ফাঁদে।
প্রশাসনে আজও আছে
ফ্যসিবাদের রেশ,
ভাঙ্গতে হবে সিন্ডিকেট
গড়তে হবে দেশ।
চাঁদাবাজি মাদক ব্যবসা
যদি না হয় শেষ,
কেমন করে গড়বে বলো
সোনার বাংলাদেশ!