কারে বলবো মনের কথা,
কে আছে বলো তা শুনিবার?
প্রেমের বাণী শোনাবো যারে
খুঁজে পাই না ঠিকানা তার!
দূর হতে কাছে এসেছিল যারা,
ছলনার জালে ধরা পড়ে তারা!
হৃদয় নিয়ে করেছে খেলা
কত যে ব‍্যথা লেগেছে মনে,
শপথ ভেঙ্গে থেকেছে দূরে
বিরহ আর সহে না প্রাণে!
ভালবাসি বলে উদাস করেছে
হৃদয় পুড়িয়ে বেদনা দিয়েছে।