রূপসী বধুয়া আজ গৃহে বসি একাকিনী,
ভাবিতেছো কার কথা করে রুদ্ধ দ্বার!
কে সে যার লাগি মন উতলা তোমার,
কার লাগি সাজিতেছো কাঞ্চন কামিনী?
অস্ত রবির বিস্তৃত সোনালী আভায়,
দশ দিগন্ত ভরেছে বিরহের দ্রোহে ;
বিহঙ্গ আসিবে ফিরে সেই প্রেম মোহে!
কোমল অঙ্গে তোমার লালিমা ছড়ায়।
হৃদয়ের অতলান্তে লুকায়ে রেখেছো
প্রেমময় ভালবাসা দ্বিধাহীন চিত্তে,
তবু কেন প্রিয় যায় দূর পরবাসে ;
না পাওয়ার বেদনা কি ছুঁয়ে দেখেছো
অপেক্ষার ক্ষণ যেন চায় না ফুরাতে,
জ্বালায় পোড়ায় তবু তারে ভালবাসে।