জীবনের প্রাত্যহিকতায়
তোমার শিহরিত আনাগোনা,
চুমিত অধর মুদিত নয়ন
বিবশ তনুর উষ্ণতা,
কম্পিত কামনার উগ্র বাসনা
উন্মত্ত করে মিলন তাড়নায়।
তোমার মেদুর অঙ্গজুরে
শুভ্র মণিজাল,
তুমি যেন মালিনী প্রেম ভাবনার!
সবই কি তোমার ছলনা
সবই কি অভিনয়?
দেহের উত্তাপ নিভে গেলে
স্তিমিত প্রেম বাসনা!
ভাবনায় লুকিয়ে থাকা
অতৃপ্ত কামনারা কেঁদে কেঁদে কয়
কেন তবে এসেছিলে?
কেন দিয়েছিলে মন্ত্রমুগ্ধ
ভালবাসার আশ্রয়!
যে সারস এক পায়ে দাঁড়িয়ে থাকে
প্রাত্যহিক খাবারের আশায়,
তারও মন ভেঙ্গে যায় জল শুকিয়ে গেলে!
পরিযায়ী পাখিরাও ফিরে যায়
না পেয়ে মধুর সম্ভাষণ!
প্রেমহীন মিলনে শুধু ক্লান্তি,
ভাললাগার অনাবিল বিহ্বলতায়
ভরে না হৃদয়।