এলো বুঝি কালবৈশাখী ঝড়
চৈত্র দিনের দাবদাহ শেষে,
মেঘলা আকাশ বজ্র নিনাদ সহ
দমকা হাওয়ায় রুদ্র বহ্নি বেশে।
জড়া জীর্ণ বৃক্ষ শাখা ভেঙ্গে
প্রকৃতির সব দৈন্যতা দূর করে,
ঐ এলো আজ কালবৈশাখী ঝড়
কল্পলোকের দৈত্যের রূপ ধরে।
বইছে আজ ঘূর্ণি হাওয়া তীব্র বেগে
লন্ড ভন্ড করে দিয়ে জীবনধারা,
বজ্রপাতে হঠাৎ আলোর ঝলকানি
শিলাবৃষ্টি নিয়ে নামে বারিধারা।
সকল আঁধার দূর করে সে
আসলো ধরায়,
নতুন দিনে মুক্ত ধারার
দীপ্তি ছড়ায়।