গভীর অন্ধকারে ডুবে আছি!
চারিদিকে হায়নারা ওৎ পেতে আছে,
হয়ত এখনই ওরা হানবে আঘাত
ছিন্ন ভিন্ন করে দেবে আমার অস্তিত্ব কে।
কেড়ে নেবে বুকের গহীনে লুকানো
সকল ভালবাসা।
এলোমেলো করে দেবে সাজানো বাগান,
আগুন সন্ত্রাসে ছাই করে দেবে ফসলের মাঠ,
সবুজ অরণ্যে থাকবেনা জীবনের উত্তাপ!
ফুল ফুটবে না, প্রজাপতি ডানা মেলবে না,
পাখি গাইবে না গান!
অন্ধকারে চারপাশে ছড়িয়ে পড়েছে
হিংস্র ক্ষুধার্ত জানোয়ার,
যারা চায় কেড়ে নিতে হৃদয়ের সবটুকু আবেগ!
তছনছ করে দেবে মানুষের লোকালয়।
তবু জেগে থাকি বুকে নিয়ে আশা,
হয়তো কেউ আসবে আলোর মশাল জ্বেলে,
হয়তো কেউ ভালবাসবে আমায়।
বিনাশ করবে হায়নাদের,
শৃঙ্খলিত হবে সব হিংস্র জানোয়ার,
মুক্ত বিহঙ্গ হয়ে নাচবে প্রতিটি ধূলিকনা!
অপেক্ষায় আছি তার ই,
কখন আসবে সে কাণ্ডারী!
কখন জ্বালবে আলোর মশাল,
দূর করে রাতের আঁধার
আনবে যে নতুন সকাল!