কাকাতুয়া কাকাতুয়া
মাথায় টোপর পরে ,
যাচ্ছো তুমি কোন বিজনে
এক পা দু’পা করে ?
ময়না পাখি গয়না পড়ে
সেজেছে আজ বধু ,
ভ্রমর অলি ভুলেছে তাই
নিতে ফুলের মধু ।
শালিক চড়াই দোয়েল ঘুঘু
হয়েছে বরযাত্রী ,
তোতা টিয়ার মন ভেঙ্গেছে
তাদের সাথী পাত্রী ।
ময়ূর নাচে পেখম মেলে
থাকবে কনে র সঙ্গে ,
কোকিল গাইবে বিয়েতে গান
লাগবে দোলা অঙ্গে ।
টুনটুনি আর খঞ্জনাতে
চলছে ঝগড়াঝাঁটি ,
বিয়ে বাড়ী এসেও তারা
খাচ্ছে লুটোপুটি ।
কাক টা শুধু কা কা ই করে
মাথা খেল জ্বালিয়ে ,
কাকাতুয়া উঠলো রেগে
ময়না গেল পালিয়ে ।