কাকাতুয়া দেখে তোমায় চোখ জুড়িয়ে যায়,
তোমায় দেখে মানুষেরা কাছে পেতে চায় ;
বড় গাছের গর্তে তুমি বানাও তোমার নীড়,
ভয়ে তোমার কাঁপে হৃদয় দেখে বন্দুক তীর!
মাথায় ঝুঁটি কাকাতুয়া দেখতে মনোহর,
নীড় ছেড়ে মেলবে ডানা জাগলে দিবাকর!
মানুষ তোমায় কথা শেখায় রাখে খাঁচায় ভরে,
মিষ্টি সুরে কথা শুনাও মেহমান এলে ঘরে!
কাকাতুয়া কাকাতুয়া হারিয়ে কোথায় যাও?
বাংলা মায়ের শ্যামল ছায়ায় খানিক জিরিয়ে নাও।