একটি কবিতা লিখবো বলে কলম ধরেছি
যে কবিতায় থাকবে না শুধু ভালবাসা
থাকবে বিদ্রোহ!
একটি গান লিখতে চাই প্রতিবাদী সুরে
বিপ্লবীদের গান যেখানে থাকবে
সুগভীর দ্রোহ।
মানুষের মুখে মুখে উচ্চারিত হবে
আমার কবিতা, আগুন জ্বালানো
সবহারাদের কথা।
সুরে সুরে বেজে উঠবে আমার গান
বিদ্রোহী কথামালায়, ঘুচিয়ে দিতে
বঞ্চনার ব্যথা।
একটি কবিতা লিখবো আজ, প্রতিবাদী কবিতা,
ছলনার প্রেম নয় লেখা হবে
মুক্তির বারতা।
প্রতিবাদ হবে শোষণ বঞ্চনার,
নিপাত যাক দুর্নীতি দুঃশাসন ;
ঘুম খুন ধর্ষণ আর ফরমায়েশি বিচারের
বিরুদ্ধে চাই গণ জাগরণ!
আজ ভেঙ্গে দিতে হবে বাজারের সিন্ডিকেট,
ভূমিদস্যু আর ব্যাংক লুটেরাদের কালো হাত ;
মাদক ব্যবসায়ী, টাকা পাচারকারীর
করতে হবে মুণ্ডপাত।
নেশাগ্রস্ত হে আমার তারুণ্য্, স্তম্ভিত যৌবন!
জেগে ওঠো, সময় হয়েছে বিদ্রোহের ;
আর নয় পিছুটান আর নয় শঙ্কা ভয়
ভাঙ্গবে এবার অচলায়তন, সত্যের হবে জয়।
হাতে কলম, লেখা হবে কবিতা গান
মুক্ত স্বাধীন গণতন্ত্র আর
মানবতার স্ব পক্ষে।