কবিতায় কি হয় মূর্ছনা সলিল স্রোতের মতই,
যদি না হয় শ্রুতিমধুর আবেগ থাকুক যতই!
কবিতা আজ বিলাসব‍্যসন ভ্রষ্ট গতি ধারা,
ছন্দ মাত্রা অগোছালো মনকে দেয় না নাড়া!

সাধু চলতির মিশ্র কলায় বাড়ছে জটিলতা,
গভীর প্রেমের অনুভব নাই আছে অশ্লীলতা ;
গদ‍্যে লেখা পদ‍্য গুলো হাসছে সারাক্ষণ,
ছন্দে বাঁধা পদ‍্য পড়ে ভরছে না আর মন!

তবু আজও  কবিতারাই তুলছে আলোড়ন,
বলছে তারা জীবন কথা ঘটছে বিস্ফোরণ ;
মানব কণ্ঠে ভাষা যখন হলো অর্থবহ,
তখন থেকে ভাব বিনিময় জাগে প্রেমের মোহ।

সুর ও ছন্দে বেঁধে তারে করে আবাহন,
কবিতা গান সৃষ্টি করে আনে জাগরণ,
মানব মনে যতই লাগুক ডিজিটালের হাওয়া,
কবিতা তার মন রাঙাবে তৃপ্তি যাবে পাওয়া!

তাই তো বলি গদ‍্যে পদ‍্যে যে যাই কাব‍্য লেখুক,
ভালবাসা থাকলে তাতে হৃদয় জুড়ে থাকুক।