কবিতা তোমায় দিলাম মুক্তি সত্যের পথে চলো,
মিথ্যার বেসাতি ছেড়ে দিয়ে আজ সত্যের পথে এসো ;
জ্বালিয়ে আগুন হৃদয়ে সবার বিদ্রোহী সুর তোলো,
কবিতা তোমায় দিলাম মুক্তি সত্যের পথে চলো।
সাম্য মৈত্রির গান গেয়ে আজ মানুষের কথা বলো,
মানবতা হোক পাথেয় তোমার মানুষকে ভালবাসো ;
কবিতা তোমায় দিলাম মুক্তি সত্যের পথে চলো,
মিথ্যার বেসাতি ছেড়ে দিয়ে আজ সত্যের পথে এসো।