কবিতা, তুমি আমার বন্ধু হবে?
বিপদে থাকবে পাশে?
কি কথা বলবো তোমায়
কিছু তো বলার নেই,
কি গান শোনাবো তোমায়
কণ্ঠে কোন সুর নেই!
এতদিন যারা বলেছে ভালবাসি
তারা কেন মুখ ফিরিয়ে নেয়?
যাদের মুখে দেখেছি অনাবিল হাসি
বিদ্বেষ ছড়িয়ে সে কেন দুঃখ দেয়!
যে মনে বেধেছে বাসা বৈরিতা,
যার দু’চোখে আজ শুধু হিংস্রতা ;
যে এখন ব্যস্ত আছে আপনারে লয়ে,
সে কি আর ফিরবে আপন হয়ে?
বেদনার সব স্মৃতি ভুলে,
গোধূলী লগনে প্রত্যাশার ঝড় তুলে,
আমি তো আপন হতে চেয়েছি,
সান্ধ্য প্রদীপ জ্বেলে অপেক্ষায় থেকেছি।
সে তো আর ফিরলো না,
কাছে আর ডাকলো না,
শুধু বলে গেল আর কিছু নেই বাকী,
সেই হতে আমি একাকি ই থাকি!
যদি হৃদয়ে ঝড় ওঠে, কবিতা
তুমি কি আমার বন্ধু হবে?
আমার নির্মম নীরবতায় তুমি কি সঙ্গী হবে?
কবিতা, আজ এই অবেলায়
পাবো কি তোমায়?