কাব‍্য মনের আবেগ জাগায়
জাগায় ভালবাসা,
মাঝ নদীতে ডুব সাঁতারে
বেঁচে থাকার আশা।
কাব‍্যে থাকে প্রেমের ভাবনা
গভীর অনুরাগ,
চাওয়া পাওয়ার স্বপ্ন থাকে
মনে লাগায় দাগ।
জীবনবোধের কাব‍্য মোদের
হাসি কান্নায় ভরা
মানবতার ডাক দিয়ে যায়
কবিতা গান ছড়া
দেশের মাটি ভালবাসি
কাব‍্যে প্রকাশ করি,
ধর্ম মতে কর্ম করে
এসো জীবন গড়ি।
সাম‍্য মৈত্রী একতা চাই
কাব‍্যে তা জানাই,
কাব‍্য মনের ছবি আঁকে
মুগ্ধ হয়ে যাই।
কাব‍্য আমার বুকের মাঝে
জমা ব‍্যথার দান,
কাব‍্য সুধা পান করে তাই
নাচছে আমার প্রাণ




কবিতার প্রথম স্তবকটি আসরের প্রিয় কবি বোরহানুল ইসলাম লিটন এর কাব‍্য ই কাব‍্য কবিতায় মন্তব‍্য করতে যেয়ে রচনা করেছিলাম তাই কবিতাটি প্রিয় কবিকে উৎসর্গ করলাম।