যুগে যুগে যুগান্তরে,
লড়ছে মানুষ অকাতরে ;
বাঁচার তরে লড়ছে তারা,
সুখের লাগি পাগলপারা!
স্বার্থ নিয়ে বাঁধছে লড়াই,
গায়ের জোরে করছে বড়াই ;
অর্থ বিত্ত চাইছে পেতে,
উঠছে যে তাই দ্বন্দ্বে মেতে!
ক্ষমতা যার কুক্ষিগত,
তার কাছে সব পদানত ;
অর্থ অস্ত্র দখলে যার,
একচ্ছত্র ক্ষমতা তার!
তার পিছনে ছুটছে সবাই,
ন্যায়ের কথা ভুলছে যে তাই ;
একটুখানি আরাম আয়েশ
পেতে সবার হচ্ছে খায়েশ!
হারিয়ে গেল মানবতা,
যা আছে তা দানবতা!