একটি অলিখিত চুক্তি চাই,
মানুষে মানুষে রাষ্ট্রে রাষ্ট্রে
একটি অলিখিত চুক্তি চাই,
আর নয় যুদ্ধ চাই শুধু শান্তি।
দেখতে চাইনা আর গৃহে গৃহে সংঘাত,
শুনতে চাইনা স্বজন হারা মানুষের আহাজারি ;
দেখতে চাইনা সন্তান হারা মায়ের কান্না,
চাই না কোন দুর্যোগ মহামারী।
ইতিহাসের পাতায় পাতায় দেখি
কত যুদ্ধ কত প্রাণঘাতী সংঘাত,
মানুষে মানুষে রাষ্ট্রে রাষ্ট্রে ধর্মে জাতিতে
প্রতিহিংসার আগুন শুধু জ্বলছে,
কত জনপদ হয়েছে বিলুপ্ত সাম্রাজ্যবাদী আগ্রাসনে ;
অস্ত্রধারী ক্ষমতাবানরা সদা তৎপর,
দুর্বল আর দরিদ্র অসহায় মানুষকে করতে শোষণ।
কোথাও নেই সহমর্মিতা আছে হিংসা বিদ্বেষ,
কোথাও নেই মানবতা আছে পরশ্রীকাতরতা ;
স্বার্থ অর্থ ক্ষমতার মোহে মানুষ হয়েছে হিংস্র,
দাবানল জ্বালিয়ে জনপদে বয়ে আনে ধ্বংস।
চারিদিকে হাহাকার,
ক্ষুধা মন্দা দুর্ভিক্ষ মহামারী র সমাহার।
তবু কেন জাগে না মানবিকতা
কেন উচ্চারিত হয় না শান্তির বাণী!
কেন রচিত হবে না অলিখিত সেই চুক্তি,
যুদ্ধ নয় চাই শান্তি।