কেমন করে চিনবো বলো
কে যে মন্দ লোক,
সব না কি তার সত্যি হয় না
যা দেখে এই চোখ!
আবেগ দিয়ে দেখলে তারে
দেখবে ভিষণ ভালো,
মনের খবর নিতে গেলেই
দেখবে সেথায় কালো!
কথা কাজে মারছে শুধু
জিলাপির সেই প্যাঁচ,
একদিনেই শেষ হয়ে যায়
পাঁচ দিনের ম্যাচ!
অনেকে দেয় ওয়াক ওভার
কথার প্যাচে পড়ে,
মান বাঁচাতে অনেকে তো
লুকায় আঁধার ঘরে!
হোমরা চোমরা রাঘব বোয়াল
সবাই আছে দলে,
পড়লে ধরা কি আসে যায়
পার পেয়ে যায় ছলে!
এমন লোকের দলে ভিড়ে
ভাবছো কত লাভ,
একবারও কি ভাবছো তুমি
হচ্ছে কত পাপ!